Top

ব্লক মার্কেটে লেনদেন ৬৫ কোটি টাকার

১৬ জুন, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ৬৫ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানির ৬৫ কোটি ৫৩ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে,  ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে থাকা মুন্নু ফেব্রিক্সের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৯ লাখ ১৯ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের ১০ কোটি ৫ লাখ ৮ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আরডি ফুডের ৯ কোটি ৮০ লাখ টাকার।

এছাড়া, আইপিডিসি ফাইন্যান্সের ৬ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার টাকারফরচুন সুজের ২ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকার, বিকনফার্মার ১ কোটি ৭৩ লাখ ৯১ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ১ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৫২ লাখ টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ১ কোটি ৫১ লাখ ৬৮ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৩৮ লাখ ৪৪ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১ কোটি ২২ লাখ ৫৫ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১ কোটি ১৬ লাখ টাকার, কাট্টালি টেক্সটাইলের ৯৫ লাখ ৩৯ হাজার টাকার, সিলকো ফার্মার ৯৪ লাখ ৬৫ হাজার টাকার, ইমাম বাটনের ৯৪ লাখ ৬৪ হাজার টাকার, বিডিকমের ৬২ লাখ ৯০ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৬২ লাখ ৮০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৬১ লাখ ৭৭ হাজার টাকার, দেশ গার্মেন্টসের ৪৩ লাখ ২৬ হাজার টাকার, এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩১ লাখ ৮০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩০ লাখ ৫৮ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৬৪ হাজার টাকার, বিচ হ্যাচারির ১১ লাখ ৪৫ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ১১ লাখ ৪৫ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯ লাখ ৬০ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৯ লাখ ১৯ হাজার টাকার, গোল্ডেন হারভেস্টের ৮ লাখ ৪০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৪ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৭ লাখ ২ হাজার টাকার, ভিএসএস থ্রেডের ৬ লাখ ৫০ হাজার টাকার, এশিয়ান ইন্স্যুরেন্সের ৬ লাখ ৩০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৫ লাখ ৮০ হাজার টাকার, অল টেক্সটাইলের ৫ লাখ ২০ হাজার টাকার, সিলভা ফার্মার ৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার