ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৬৫ হাজার ১৫৪টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ২৩৬ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১ কোটি ৫৭ লাখ ১০ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ২০৬ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের ৩ কোটি ৬ লাখ ৪ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেএমআই হসপিটালের ১৩৮ কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকার, আর একে সিরামিকের ১০৪ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকার, মুন্নু ফেব্রিক্সের ৭১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকার, বিডিকমের ৭০ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬৮ কোটি ২ লাখ ৬২ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৬২ কোটি ৮১ লাখ ৬৯ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫৭ কোটি ২৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস