সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। ফান্ডটি ৭৬ বারে ২ লাখ ১২ হাজার ৬১৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯০ বারে ৮ লাখ ৬৩ হাজার ৩০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৬৯ বারে ১ লাখ ৬১ হাজার ১৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মুন্নু সিরামিকের ২ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২ শতাংশ, কপারটেকের ১.৯৯ শতাংশ, বিডিকমের ১.৯৯ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ১.৯৯ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস