সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১৫৫ বারে ৩ হাজার ৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৪৮ বারে ১ কোটি ১ লাখ ৭১ হাজার ১০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ভিএএম আলবিডি-১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। ফান্ডটি ১ বারে ১ টি ইউনিট লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগ্রেসিফ লাইফ ৩.৭৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ৩.৪৫ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৩.২২ শতাংশ, দেশ গার্মেন্টসের ২.২৭ শতাংশ, ওরিয়ন ফার্মার ২.১১ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ১.৭৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১.৬৮ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস