সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬০৪ বারে ১১ লাখ ৩৭ হাজার ৯৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯৫ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মেঘনা ইন্সুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি ১৬৬ বারে ৩ হাজার ২৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৪৫ বারে ২ লাখ ৯৩ হাজার ৪৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৬.৭৬ শতাংশ, ফাইন ফুডসের ৫.২৭ শতাংশ, ইনটেক লিমিটেডের ৪.৬০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪.৫৬ শতাংশ, আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের ৪.৩৯ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৩.৭৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.৫৮ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস