সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেবি কেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৬৩৪ বারে ৫ লাখ ৩৪ হাজার ৭৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ৩২১ বারে ৬ হাজার ৩৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম টেক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৬১ বারে ২৮ লাখ ২১ হাজার ৩১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফু-ওয়াং ফুডের ৮.৯৭ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৬.৭৬ শতাংশ, আরামিট সিমেন্টের ৬.০৫ শতাংশ, লুব রেফের ৫.৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৫.০৪ শতাংশ, বঙ্গজ লিমিটেডের ৪.৫৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৩২ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস