সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৪২ বারে ৫৫ হাজার ৩১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইন্ট্রাকোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৮৬ বারে ৬৬ লাখ ৭৭ হাজার ৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি ৬১৮ বারে ৪৭ হাজার ৯৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পেপার প্রসেসিংয়ের ৮.০১ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৭.৪৯ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৭.০০ শতাংশ, আজিজ পাইপসের ৬.৫৯ শতাংশ, সোনালি পেপারসের ৬.৩৯ শতাংশ, মনোস্পুল পেপারের ৬.২৮ শতাংশ এবং একমি পেস্টিসাইডসের শেয়ার দর ৬.১৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস