সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪ বারে ১২ হাজার ১৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০০ বারে ২ লাখ ৯৬ হাজার ৮৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪৮ বারে ২৯ হাজার ৯২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বঙ্গজের ১.৯৭ শতাংশ, ফরচুন সুজের ১.৯৬ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১.৯৫ শতাংশ, জেনেক্সের ১.৯৬ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১.৯৩ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজরে ১.৯৩ শতাংশ এবং গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর ১.৯২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস