সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৭২১ বারে ৫৮ লাখ ২০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২৩ হাজার ৮৩৮ বারে ৭ লাখ ৬ হাজার ১৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাইয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৮৬ বারে ৩৭ লাখ ৫৪ হাজার ৯১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্ট্রাকোর ৭.৬০ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৬.৭৬ শতাংশ, আইপিডিসির ৬.৪৫ শতাংশ, বিডি অটোকার্সের ৬.২৭ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৫.৭৩ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৫.৩৭ শতাংশ এবং সোনালী পেপারের শেয়ার দর ৫.২৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস