সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৬ বারে ৮ হাজার ১২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৬ বারে ৫৫ হাজার ২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৭ বারে ৩১ হাজার ২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এপেক্স ফুটওয়্যারের ১.৯৮ শতাংশ, নাভানা সিএনজির ১.৯৮ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১.৯৮ শতাংশ, গ্রামীণফোনের ১.৯৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৭ শতাংশ, এশিয়া প্যাসিফিকের ১.৯৬ শতাংশ এবং ফাস্ট ফাইনান্সের শেয়ার দর ১.৯৬ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস