সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ৯৬২ বারে ৩৩ লাখ ৯৯ হাজার ৫৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৩২ বারে ১১ লাখ ৬৩ হাজার ৯৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইনডেক্স এগ্রোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪০৯ বারে ৪ লাখ ৭৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নূরানী ডায়িংয়ের ৭.৩৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের ৭.০৩ শতাংশ, প্রাইম টেক্সের ৬.৬৮ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৬.৩২ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.২৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.১৮ শতাংশ, বিডিকমের ৫.৬৩ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস