পবিত্র ঈদুল আযহা পরবর্তী প্রথম কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২০০ বারে ৫৩ লাখ ৯৯ হাজার ৪৫৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা নুরানী ডাইংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৫৮ বারে ৩২ লাখ ৫২ হাজার ৭০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জাহিনটেক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৯৬২ বারে ৩৩ লাখ ৯৯ হাজার ৫৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সায়হাম টেক্সটাইলের ৭.৬২ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.৬৬ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেসের ৬.৩৯ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৬.২৫ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৬.২০ শতাংশ, ইভিন্ট টেক্সটাইলের ৬.১৮ শতাংশ এবং এমএল ডাইংয়ের শেয়ার দর ৫.৭৬ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস