সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিবরা ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ৯৪২ বারে ২৭ হাজার ১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইস্টার্ন কেবলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৫১ বারে ২ লাখ ৭১ হাজার ৯৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি ৯২৫ বারে ২ লাখ ৩৫ হাজার ৪১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.৫৮ শতাংশ, ফাইন ফুডসের ৩.৪৫ শতাংশ, বার্জার পেইন্টসের ৩.০২ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২.৮২ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২.৭২ শতাংশ, এসএস স্টিলের ২.২৫ শতাংশ এবং সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.১৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস