সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি অটোকার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৫৮ বারে ১ লাখ ৭২ হাজার ৯১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৩৮ বারে ১ লাখ ১৫ হাজার ৭১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯৯ বারে ৯ লাখ ১৩ হাজার ৪৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিরাকলের ৬.৭০ শতাংশ, এটলাস বাংলাদেশের ৬.৬৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৬.২৪ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫.৫৭ শতাংশ, ডেসকোর ৫.২৬ শতাংশ, ফাইন ফুডসের ৫.২১ শতাংশ এবং শমরিতা হসপিটালের শেয়ার দর ৫.২১ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস