Top

এক ঘণ্টায় কমেছে ৫০ পয়েন্ট

১৮ জুলাই, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ
এক ঘণ্টায় কমেছে ৫০ পয়েন্ট
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায়  কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৫০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, দর কমেছে ২৮৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২২০কোটি ৮৯ লাখ ৯৫ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৩৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০ টির, দর কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ১০ লাখ ৮৭ হাজার টাকা।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার