সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এইচআর টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫২৭ বারে ৬ লাখ ৮২ হাজার ৩২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৭৩৮ বারে ৪ লাখ ৩৫ হাজার ৪০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫০৯ বারে ১৩ লাখ ৮৩ হাজার ৩৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮৮ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম টেক্সটালের ৬.০১ শতাংশ, এমএল ডায়িংয়ের ৫.২৮ শতাংশ, কেডিএস লিমিটেডের ৫.০৫ শতাংশ, সাবমেরিন ক্যাবলসের ৩.৭৮ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৩.৭৩ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৩.২২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩.১২ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস