Top

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এইচআর টেক্সটাইল

২৩ জুলাই, ২০২২ ১১:২৪ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এইচআর টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এইচআর টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ৪০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩২ কোটি ১১ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৪২ লাখ ২৮ হাজার ২০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৬০ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৯১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– প্রাইম টেক্সটাইলের ৭.৭৫ শতাংশ, আরামিট সিমেন্টের ৭.১৪ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৬.৪৪ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫.৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫.২৮ শতাংশ, এমএল ডাইংয়ের ৫.২০ শতাংশ এবং এআইবিএল মুদারাবা পার্পেচ্যুয়াল বন্ডের ইউনিট দর ৪.৪৭ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার