সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৪ বারে ৪৩ হাজার ৭৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সাভার রিফ্রাক্টরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৬ বারে ১০ হাজার ৫৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ জুটের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫১ বারে ৬ হাজার ১৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এমএল ডাইংয়ের ১.৯৭ শতাংশ, অলটেক্সের ১.৯৬ শতাংশ, ন্যাশনাল টিউবসের ১.৯৫ শতাংশ, ইমাম বাটনের ১.৯৩ শতাংশ, ইনটেকের ১.৯২ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১.৯২ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ১.৯২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস