সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ। ফান্ডটি ৭৩০ বারে ৪২ লাখ ৫৯ হাজার ৮৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১০ শতাংশ। কোম্পানিটি ৪১৩ বারে ১ লাখ ৯২ হাজার ৪৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ৬ বারে ১ হাজার ১০৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মতিন স্পিনিংয়ের ২.৯৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ২.৯৪ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২.৬২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১.৯৪ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১.৬৩ শতাংশ, বার্জার পেইন্টসের ১.৫৯ শতাংশ এবং ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১.৫৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস