Top

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

৩০ জুলাই, ২০২২ ১০:৪৬ পূর্বাহ্ণ
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির কোম্পানিটির ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১৯৪ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা মতিন স্পিনিংয়ের ১ কোটি ২২ লাখ ৮০ হাজার ৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৯৫ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সসোসরিজের ১ কোটি ২২ লাখ ২২ হাজার ৩৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফরচুন সুজের ৬৫ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৬০ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকার, সোনালী পেপারের ৫৮ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫৩ কোটি ১০ লাখ ৩০ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৫২ কোটি ২৬ লাখ ১ হাজার টাকার, স্কয়ার টেক্সটাইলের ৪৩ কোটি ৫৭ লাখ ৪২ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকসের ৪১ কোটি ১৬ লাখ ৫৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার