সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
পুঁজিবাজারকে স্থিতিশীলতায় ফিরাতে গত বৃহস্পতিবার শেয়ারের ফ্লোর প্রাইস নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যার ফলে টানা পতনের রাশ টানলো ফ্লোর প্রাইস।
জানা গেছে, দিনশেষ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬২ টির, দর কমেছে ৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ১২৪ কোটি ৫৯ টাকা কম। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ৭৭ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৭৬ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬৭টির কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দর। সিএসইতে ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস