সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৭৭ বারে ২ লাখ ১৭ হাজার ৬২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৪৬ বারে ১ লাখ ৭৮ হাজার ২৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯০১ বারে ১১ লাখ ২৮হাজার ২৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৪.১০ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৩.৯৮ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৯৩ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৩.৭০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৩.৬৮ শতাংশ এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৬৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস