সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে হা-ওয়েল টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৯৫ বারে ৪ লাখ ১৮ হাজার ৬৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯০১ বারে ১ লাখ ২৮ হাজার ২৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সাভার রিফ্র্যাক্টরিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৩ বারে ৯ হাজার ৭৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৫৩ শতাংশ, এমবি ফার্মার ৪.২১ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৩.৯৩ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৩.৯২ শতাংশ, ওয়াটা কেমিক্যালসের ৩.৭৫ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৩.৫৫ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৫২ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস