সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৬৩ বারে ৩৩ লাখ ৭৩ হাজার ২৪৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২২ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ৪৭০ বারে ১৭ লাখ ৭৮ হাজার ৬৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬২৯ বারে ১০ লাখ ৯৯ হাজার ৬৪৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আরডি ফুডের ৫.৪৫ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫ শতাংশ, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ৪.৫৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৪.২৮ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.৯০ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৮৪ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ার দর ৩.৮১ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস