ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ফান্ডটির দর বেড়েছে ১৫ দশমিক ২৯ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৪ কোটি ৩৩ লাখ ৩০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৮ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্লের শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ৬৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৮৪ কোটি ৩৫ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর শেয়ার দর বেড়েছে ১৫দশমিক ২৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০৭ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৬ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আরডি ফুডের ৮.৪২ শতাংশ, কপারটেকের ৭.৬৯ শতাংশ, সোনালী পেপারের ৬.৯১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৮৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৮০ শতাংশ, সিনোবাংলার ৫.১৪ শতাংশ এবং হাক্কানি পাল্পের শেয়ার দর ৪.৬২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস