সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়াটা কেমিক্যাল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬১৯ বারে ২৯ হাজার ৫৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এস আলমের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৫৬ বারে ৫ লাখ ৫৩ হাজার ৯৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৯ বারে ৪০ হাজার ২৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- লাফার্জহোলসিমের ৩ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ২.৫৭ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২.৪০ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২.০৩ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ১.৮৮ শতাংশ, ডমিনেজ স্টিলের ১.৭১ শতাংশ এবং আরএন স্পিনিংয়ের শেয়ার দর ১.৫৮ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস