সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৪১ বারে ১৩ লাখ ৫২ হাজার ৯১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৫৫ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪১৯ বারে ১১ লাখ ৬ হাজার ৬৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৭০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা প্রাইমটেক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬০৪ বারে ৪৪ লাখ ৯৩ হাজার ৬০৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৪০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-কেএন্ডকিউয়ের ৮.৬৮ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৪৮ শতাংশ, সিনোবাংলার ৮.৪১ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৬.৭৭ শতাংশ, কপারটেকের ৬.৪৫ শতাংশ, এস্কোয়ার নীটের ৬.২৮ শতাংশ এবং সাইফ পাওয়ারটেকের ৬.১০ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস