সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৮০ বারে ৫৮ হাজার ৯২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৫৬ বারে ৯ লাখ ২১ হাজার ৬৩২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৭ শতাংশ কমেছে। ফান্ডটি ২৬৯ বারে ১৭ লাখ ৯৬ হাজার ৫৮০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৯৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মালেক স্পিনিংয়ের ৩.২৩ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৩.১৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৩.১২ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৩.০৭ শতাংশ, ইন্ট্রাকোর ২.৮২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২.৮১ শতাংশ এবং কপারটেকের শেয়ার দর ২.৮১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস