Top

সিরাজগঞ্জে ৫ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

২৯ ডিসেম্বর, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৫ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো ও অতিরিক্ত ফসলি জমি ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ নভেম্বর) দিনভর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাকিবুল হাসান, উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের নেতৃত্বে পৃথক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ জানান, কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে রায়গঞ্জ উপজেলার সান ব্রিকস ও এসএনবি ব্রিকসকে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাকিবুল হাসান জানান, সদর উপজেলার শাহানগাছা গ্রাম এলাকার সোনালী ব্রিকসের লাইসেন্সে অনুমোদিত জমির চেয়েও বেশি জমিতে ইটভাটা স্থাপন করে ইট তৈরি করা হয়। এতে ফসলি জমি নষ্ট করে ইটভাটা স্থাপন আইন অমান্য করার দায়ে ভাটা মালিক সানজিদ হাসান সিদ্দিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, ইট তৈরি ও ইটভাটা স্থাপন আইন অমান্য করে ইট তৈরির দায়ে যমুনা ব্রিকস ও সুফিয়া ব্রিকস মালিককে ১লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার