Top

মৃত জেলিফিশে সয়লাব কুয়াকাটা সমুদ্র সৈকত

২৪ মার্চ, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
মৃত জেলিফিশে সয়লাব কুয়াকাটা সমুদ্র সৈকত

কুয়াকাটা প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের পানির সাথে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ। মৃত এসব জেলিফিশে সয়লাব হয়ে গেছে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট। বিগত একসপ্তাহ থেকে এসব প্রাণীগুলি ভেসে আসছে।

জেলিফিশ মূলত এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। পৃথিবীর সব মহাসাগরে জেলফিশ দেখাতে পাওয়া যায়। ইংরেজি নাম হিসেবে এটিকে চন্দ্র জেলিফিশ (moon jellyfish) বলা হয়ে থাকে। নামে ‘ফিশ’ হলেও এটি মাছ নয়; এর মেরুদণ্ড নেই। এটি শুধুমাত্র সীমাবদ্ধ গতি এবং স্রোতের সঙ্গে প্রবাহিত হয়। এ প্রজাতিটি উত্তর ইউরোপের পূর্ব আটলান্টিক উপকূল এবং নিউ ইংল্যান্ড এবং পূর্ব কানাডার উত্তর আমেরিকার পশ্চিম আটলান্টিক উপকূলে পাওয়া যায়।

তবে বর্তমানে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে হাজার হাজার জেলিফিশ ভেসে আসছে। সৈকতের বালুতে আটকে জেলিফিশগুলোর মৃত্যু হচ্ছে বলে দাবি স্থানীয়দের। শনিবার (২৩মার্চ) সকালে সৈকতের লেম্বুরচর পয়েন্টে হাজার হাজার জেলিফিশ ভেসে আসতে দেখেন স্থানীয়রা।

বর্তমানে সমুদ্রে জেলিফিশ বেড়ে গেছে বলে দাবি স্থানীয় জেলেদের। স্থানীয় জেলে মো. হারিচ জানান, গত এক সপ্তাহ ধরে তাদের জালে বিপুল পরিমাণ জেলিফিশ ধরা পড়ছিল। তারা জাল থেকে সমুদ্রে ফেলে দিয়েছে। শুধু তারাই নয় বর্তমানে জেলিফিশ সমুদ্রে এতটাই বেড়েছে যে,অনেক জেলেরা বাধ্য হয়ে সমুদ্র থেকে জাল উঠিয়ে নিয়ে আসছে।

সৈকতে মৃত জেলিফিশগুলো পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। সৈকত থেকে এসব পঁচা মৃত জেলিফিশ অপসারণের দাবি জানিয়েছেন কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা।

সাজ্জাত নামের এক পর্যটক বলেন, জেলিফিশ সামনা সামনি দেখা হয়নি কখনো এবারই প্রথম দেখলাম।সাদা জেলিফিশগুলি দেখতে বেশ ভালোই লাগে তবে মৃত জেলিফিশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, দ্রুত এসব সৈকত এলাকা থেকে সরিয়ে ফেলা উচিত।

মেরিন ফিশারিজ বিভাগের গবেষকদের মতে, জেলিফিশ গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের পানিতে কোনো বিপর্যয় বা পরিবর্তনের প্রভাবে উপকূলের কাছাকাছি চলে আসাটাই শঙ্কা। এরা সাধারণত পানির ওপর ভাগে ভাসমান অবস্থায় থাকে। গভীর সমুদ্রে জেলিফিশের হরেক রকম জাত রয়েছে। এদের বিশেষ ধরনের দংশন কোষ আছে। বহির্বিশ্বে এটার বাজারমূল্য অনেক বেশি। উন্নতমানের হোটেলে উৎকৃষ্টমানের খাবার হিসেবে বিক্রি হয় এই মাছ। তবে এগুলো স্পর্শ করলে শরীর চুলকায়, এমনকি ঘা হয়ে যেতে পারে। বিশেষ কোষের কামড়ে মানুষ মারাও যেতে পারে। কুয়াকাটা সৈকতে আটকে মরে যাওয়া জেলিফিশগুলো পচে গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত করতে পারে বলে আশঙ্কা রয়েছে।তাই কাঠ বা লোহা দিয়ে তুলে এ মাছগুলো বালুতে পুঁতে ফেলা উচিত।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গত কয়েক দিন থেকে এসব জেলিফিশ উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে আটকা পড়েছে। পরে জেলেরা মাছগুলো ফেলে দেওয়ায় মরা মাছ কুয়াকাটা সৈকতের বেলাভূমিতে আসতে শুরু করেছে। তবে আবহাওয়ার পরিবর্তন হলে সবকিছু ঠিক হয় যাবে। জেলিফিশ সমুদ্রে বেড়ে যাওয়ায় সমুদ্র থেকে বর্তমানে জেলেরা জাল উঠিয়ে রাখছে।

এম জি

শেয়ার