Top

মতলব উত্তরে কোরবানি ঈদে পশু চাহিদা ৯ হাজর, প্রস্তুত ৪ হাজার

১২ জুন, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ
মতলব উত্তরে কোরবানি ঈদে পশু চাহিদা ৯ হাজর, প্রস্তুত ৪ হাজার
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইতোমধ্যে কোরবানির পশুর হাট জমে উঠছে। তবে এ বছর চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় সংকট রয়েছে। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দাবি এ সংকট থাকবে না।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যানুযায়ী উপজেলায় ব্যক্তি উদ্যোগ ও খামারি মিলিয়ে এ বছর ষাঁড় ১ হাজার ৪শ’ ৫০টি, বলদ ৮শ’ ৩৭টি, গাভি ৬শ’ ৭৪টি, মহিষ ৫টি, ছাগল ৮শ’ ৯০টি, ভেড়া ১শ’ ৮টি ও অন্যান্য ৭৫টি সহ মোট ৪ হাজার ৩৯টি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে।

অপর দিকে কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে প্রায় ৯ হাজার এবং ঘাটতি রয়েছে প্রায় ৫ হাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, উপজেলার ব্যক্তি ও খামারি এ বছর কোরবানিতে বিক্রির জন্য ৪ হাজার ৩৯টি পশু প্রস্তুত করেছেন। জরিপ করে দেখাগেছে চাহিদানুসারে আরও ৫ হাজার পশুর ঘাটতি আছে। তবে এই ঘাটতি থাকবে না।

কারণ অনেক ব্যাপারী বিভিন্ন হাটগুলোতে পশু আমদানি করবেন। আশা করি আমাদের চাহিদা পূরণ হবে এবং সবাই কোরবানি করতে পারবেন।

এসকে

শেয়ার