Top
সর্বশেষ
বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

কুমিল্লা থেকে ঢাকায় কোন চামড়া যেতে পারবেনা: জেলা প্রশাসক

১৩ জুন, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
কুমিল্লা থেকে ঢাকায় কোন চামড়া যেতে পারবেনা: জেলা প্রশাসক
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান বলেছেন, কুমিল্লা থেকে ঢাকায় কোন চামড়া যেতে পারবেনা। স্থানীয়ভাবে ৭ দিন চামড়া সংরক্ষণ করতে হবে। চামড়া যেন নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এটি জাতীয় সম্পদ। আমরা এটা সুন্দরভাবে বৈদেশিক বাণিজ্যের জন্য প্রস্তুত রাখব।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের অনেক সমস্যা আছে সেগুলো আমরা আস্তে আস্তে সমাধান করবো।

আপনারা যদি চামড়াটা এক সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে যথাযথ মূল্য পাবেন। রাতারাতি যদি আপনারা ঢাকায় পাঠিয়ে দেন তাহলে যথাযথ মূল্যটা পাবেন না। কিছু মাদরাসায় আমরা ফ্রি লবণের জন্য ব্যবস্থা করেছি। লবণের বাম্পার উৎপাদন হয়েছে। লবণ নিয়ে কোনো টেনশন নেই। কম দামে লবণ পাবেন আপনারা।

তিনি আরও বলেন, আমাদের জাতীয় সম্পদ চামড়া। এ সম্পদকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। জেলা ও মহানগরে চামড়া সংরক্ষণের জন্য ইমাম সমিতি, জনপ্রতিনিধি থেকে শুরু করে চামড়া সংশ্লিষ্ট সবার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভা করছেন। চামড়া অবশ্যই শেডের মধ্যে সংরক্ষণ করতে হবে। আগামী জুমায় ইমাম সাবেবরা খুতবায় চামড়া সংরক্ষণের বিষয়ে বলবেন। প্রত্যেক উপজেলায় দুই থেকে তিনটা জায়গায় চামড়া সংরক্ষণ করতে হবে। সে বিষয়ে আপনাদের গুরুত্ব দিতে হবে। খোলা জায়গায় কোনোভাবে চামড়া সংরক্ষণ করা যাবে না। অবশ্যই শেড দেওয়া স্থানে চামড়া সংরক্ষণ করতে হবে।

সভায় চামড়া আড়তদাররা বলেন, একটি চামড়ার জন্য ১০ কেজি লবণ লাগে। সরকারি কোনো সহায়তা আমরা পাই না। ট্যানারি মালিকদের পক্ষ থেকেও কোনো সহায়তা আমাদের করা হয় না। আমরা চামড়া বিক্রি করি ট্যানারি মালিকদের কিন্তু সেটার কোনো কাগজপত্র নেই। তারা আমাদের কোনো ডকুমেন্টস দেয় না। আমরা ব্যবসায়ীরা খুবই অবহেলিত। চামড়া কোথায় বিক্রি করছি সেটার খবর কেউ রাখে না। আমরা চাই সুনির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে চামড়া ব্যবসা চলে আসুক।

জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক খন্দকার মুঃ মুশফিকুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক এমস. এম. গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, চেম্বার অব কমার্সের জামাল আহাম্মেদ, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম, বিসিক কুমিল্লা জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মুনতাসীর মামুন প্রমুখ।

এসকে

শেয়ার