Top
সর্বশেষ
বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

ফেনীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি

২০ জুন, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
ফেনীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি
ফেনী প্রতিনিধি :

ফেনীর একটি ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২০ জুন) সকালে জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওই ভূমি অফিসটি পরিদর্শন করেছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে বুধবার (১৯ জুন) দিবাগত রাতে অজ্ঞাত চোর অফিসের তালা ভেঙে ভেতরের স্টোর রুমে প্রবেশ করে একটি ল্যাপটপ কম্পিউটার ও আইপিএস’র একটি ব্যাটারী চুরি করে নিয়ে যায়।

সকালে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা এসে ঘটনাস্থল থেকে একটি লোহার রড,একজোড়া জুতা ও একটি মশার কয়েলসহ মোট ৩টি আলামত সংগ্রহ করে, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান,এঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এসকে

শেয়ার