Top
সর্বশেষ
বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

বান্দরবানে ঈদেও কাটেনি পর্যটক সংকট

২২ জুন, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
বান্দরবানে ঈদেও কাটেনি পর্যটক সংকট
বান্দরবান প্রতিনিধি :

পাহাড়, ঝিরি-ঝর্ণা আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বান্দরবান। বছরের এই সময়টায় পর্যটকদের ভিড় থাকে এ জেলার সকল পর্যটন কেন্দ্রে। এছাড়া বছেরর দুইটি ঈদই থাকে বাড়তি পর্যটকের চাপ। পর্যটকদের জায়গা দিতে হিমশিম খেতে হয় জেলার আবাসিক হোটেল ব্যবসায়ীদের।

তবে বর্তমানের চিত্র একেবারেই ভিন্ন, পর্যটক বরণে হরেক রকমের লাইট দিয়ে সাজানো হয়েছে জেলার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। এছাড়া পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়ীরাও পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে নিয়েছেন বিভিন্ন উদ্যোগ। এতো কিছুর পরেও জেলা সদরের নিকটবর্তী পর্যটনকেন্দ্র নীলাচল, নীলগিরি, মেঘলা, শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রগুলোতে নেই আশানুরূপ সমাগম। এছাড়া পর্যটক ভ্রমণের ওপর স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা না থাকলেও জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি উপজেলায় সন্ত্রাস বিরোধী যৌথ অভিযান চলমান থাকায় ওই সকল উপজেলার পর্যটন স্পটগুলোতে ঘুরতে পর্যটকদের নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি বা ছাড়পত্র।

বান্দরবান হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য মতে, জেলায় ৬৬টির বেশি আবাসিক হোটেল ও রিসোর্টে আর্থিক সংকট কাটাতে পর্যটকদের জন্য ২০-৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েও আশানুরূপ পর্যটক পাওয়া যাচ্ছে না।

পর্যটক সংকট বিষয়ে বান্দরবান হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন বলেন, বান্দরবানে চলমান সংকটের কারণে প্রত্যাশা অনুযায়ী পর্যটক পাইনি। ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট ঘোষণা করেছি। বান্দরবানের জেলা সদরের আশেপাশে যে সব পর্যটন কেন্দ্র আছে নীলাচল, নীলগিরি, মেঘলা, শৈলপ্রপাতসহ যেসব জায়গায় পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ করা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতিও অত্যন্ত ভালো কিন্তু চলমান সংকটের কারণে পর্যটকরা আতঙ্কিত।

ডমেস্টিক ট্যুরিস্ট যারা আছেন তারা এ কারণে মুখ ফিরিয়ে নিয়েছেন, বান্দরবানের পর্যটনখাতের অবস্থা খুবই খারাপ আমরা আর্থিক সংকটে আছি। জুন মাসে আমাদের ব্যাংক ঋণ, সরকারি ট্যাক্স পরিশোধ করতে হবে। এখন কীভাবে এসব পরিশোধ করব এটা নিয়ে দুঃশ্চিন্তায় আছি।

বান্দরবানে ঘুরতে আশা পর্যটক নাসিম জানান, তারা চাঁদপুর হতে এই প্রথম সাত বন্ধু মিলে ঘুরতে এসেছেন বান্দরবানে। যাবেন থানচি, রুমা ও রোয়াংছড়ি উপজেলার রেমাক্রি ফলস, তিন্দু, দেবতাখুম, নাফাখুম, বগালেকসহ আরও বেশ কয়েকটি দর্শনীয় পর্যটন স্পটে। তবে তাদেরকে এজন্য অপেক্ষা করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতির।

এদিকে নীলাচল পর্যটন কেন্দ্রে ঘুরতে আশা পুরান ঢাকার বাসিন্দা নিজাম উদ্দিন নিলয় বলেন, গত দুই বছর আগেও একবার বান্দরবান ঘুরতে এসেছি নীলাচল, নীলগিরি, সাঙ্গু নদী ঘুরেছি, এখানের পরিবেশ খুবই ভালো।

এদিকে নীলাচলে ঘুরতে আশা ইউনিটি কোচিংয়ের সদস্য অনিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মনের আনন্দে গিটার বাজিয়ে গাইলেন ‘বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে’। চাঁদের গাড়ি ড্রাইভার নেজাম উদ্দিন জানান, দীর্ঘদিন পর্যটক কম আশায় গাড়ির ভাড়া পান না ফলে পরিবার-পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবনযাপন করছেন।

এদিকে পর্যটক আগমন কম হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় চাঁদের গাড়িচালক হতে শুরু করে, পর্যটন কেন্দ্র নির্ভর গড়ে ওঠা ছোট ছোট ব্যবসায়ীরা।

এদিকে প্রশাসনের পক্ষ হতে জেলার যে সকল উপজেলায় যৌথবাহিনীর অভিযান চলমান আছে সে সকল উপজেলায় পর্যটক ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শ গ্রহণ করতে বলা হয়েছ।

আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পাবে জেলার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় পর্যটন স্পটগুলো। এমনটাই প্রত্যাশা করছে পর্যটন সংশ্লিষ্টরা।

 

শেয়ার