Top
সর্বশেষ
বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

শাহরাস্তিতে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

২২ জুন, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
শাহরাস্তিতে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের শাহরাস্তিতে বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ, গৃহনিমাণ সামগ্রী (ঢেউটিন) ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ জুন) দুপুরে কালিয়াপাড়া বশির উল্লাহ মেডিকেল সেন্টার মিলনায়তনে বশির উল‍্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশন এর উদ্যোগে এ গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানায় বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বশির উল্লাহ মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী, দেবীপুর আরিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. এবিএম সালাউদ্দিন এর নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ন্যায় এ বছর ৪১টি অসহায় ও গরিব পরিবারের মাঝে গৃহনির্মাণ (ঢেউটিন) বিতরণ এবং প্রশিক্ষিত বিধবা ও অসহায় মহিলাদের মাঝে ৮টি সেলাই মেশিন বিতরণ করেন।

বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো. নজরুল ইসলাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর পরিচালক মো. মাজহারুল ইসলাম মিঠু,মো. এমরান কবির। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন রবিউল বাসার সজীবসহ হাসপাতালের স্টাফ বৃন্দ।

এসকে

শেয়ার