Top
সর্বশেষ
বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

বিজয়নগরে মাদক কারবারি ইয়াসিন ইয়াবাসহ আটক

২৩ জুন, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ
বিজয়নগরে মাদক কারবারি ইয়াসিন ইয়াবাসহ আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. ইয়াসিন মিয়া(৩৮) নামে এক শীর্ষ মাদক কারবারি ও চোরাইমালের ডিলার কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (২২জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াসিন ওই এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্র থেকে জানা যায়, ইয়াসিনের বসত বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র ইনচার্জ (আইসি) মো. মফিজের দিক নির্দেশনায় এএসআই ইউসুফ গাজীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে খাটের তষুকের নিচ থেকে একটি নীল রংয়ের প্যাকেট থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মাদক ব্যবসার আড়ালে ‘চোরাইমালের ডিলারশিপ’ ইয়াসিনের। গত ১৫ বছর যাবৎ দাপটের সাথে মাদক ব্যবসা করে আসছে সে। একাধিকবার হাতে নাতে মাদকসহ আটক হয়ে জেল ও খেটেছেন। মাদক ব্যবসার পাশাপাশি চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করেন তিনি। অটোরিকশার ব্যাটারি, গাড়ির চাকা, মোবাইল, রড ইত্যাদি মালামাল চোরদের কাছ থেকে ক্রয় করে সে। তার আরেক সহকারি ও মাদক পাচারের সহযোগী একই এলাকার জাকারিয়া। সে মোবাইল চুরি করে ইয়াসিনের কাছে নগদ টাকা এবং মাদকের বিনিময়ে বিক্রি করেন। গেল ১ বছরে একাধিকবার চোরাই মালামাল ক্রয়ের দায়ে সামাজিকভাবে সালিশ হয়েছে ইয়াসিনের বিরুদ্ধে। তার অত্যাচারে অতিষ্ঠ ওই এলাকার মানুষ।

আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মফিজ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসকে

শেয়ার