Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

আনোয়ারা ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৮ পরিবার

২৩ জুন, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
আনোয়ারা ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১৮ পরিবার
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ১৮ বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আনোয়ারা ফায়ার সার্ভিস। আগুনে প্রায় ৭০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

রবিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামের বদরুদ্দোজা মেম্বারের বাড়ির আবদুল কাদেরের বাড়িতে এ আগুনে সূত্রপাত হয়।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, মো. মহিউদ্দীন মন্টু, আহমদ হাসান, মোহাম্মদ হোসেন, আলমাস খাতুন প্রকাশ লেদুনি, মো. আনোয়ার, হুমায়ুন পারভেজ, মো. ইউনুস মিস্ত্রী, মো. নুরুল আলম, মো. শাহ আলম, মোহাম্মদ ইদ্রিস, জেসমিন আক্তার, আবদুল মান্নান, আবদুস সবুর, আব্দুর রহিম, আব্দুল হাকিম, আবদুল গফুর, আবদুল কাদের ও মোহাম্মদ শফিউল আলম।

স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ আগুন লেগে একে একে ১৮টি ঘর পুড়ে যায়। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৭০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. মুজিবুর রহমান বলেন, ‘ সকাল ১০টার পর খবর পেয়ে ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

এসকে

শেয়ার