Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

উপকূলীয় এলাকায় চিংড়ি পোনা আহরণে নষ্ট হচ্ছে অন্য প্রজাতির মাছ

২৩ জুন, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ
উপকূলীয় এলাকায় চিংড়ি পোনা আহরণে নষ্ট হচ্ছে অন্য প্রজাতির মাছ
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালীর সাগর উপকূল থেকে সংগ্রহ করা চিংড়ি পোনা যাচ্ছে দেশের নানা প্রান্তে। উপকূলীয় এলাকায় শতাধিক মহাজন ডেকের (পোনা জমা রাখার আধার) মাধ্যমে চিংড়ি পোনা সংরক্ষণ করে পরে তা দেশের নানাপ্রান্তে পাঠান। এতে প্রতিদিন আয় হচ্ছে কয়েক লাখ টাকা।

স্কুল-মাদ্রাসা থেকে ঝরে পড়া শিশু-কিশোররা ভোরে ওঠে বঙ্গোপসাগরের অথৈ পানির সঙ্গে যুদ্ধ করে পোনা সংগ্রহ করে। তারা প্রতিদিন ১শ থেকে ৩শ পর্যন্ত পোনা সংগ্রহ করছে। অপরদিকে একটি চিংড়ি পোনা ধরতে গিয়ে এর পেছনে প্রায় ১শ প্রজাতির মাছের পোনা নষ্ট করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী মশারির জাল দিয়ে এসব চিংড়ি পোনা ধরছে। এভাবে চিংড়ি পোনা আহরণ করতে গিয়ে তারা অন্য প্রজাতির পোনা নিধন করছে। যার ফলে সাগরের মাছ প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, একটি চিংড়ির পোনা ধরতে গিয়ে অন্য প্রজাতির মাছের ৩০ থেকে ১শ পোনা (ক্ষেত্র ভেদে) ধ্বংস করে ফেলা হয়। সে হিসেবে প্রতিদিন ধরা হচ্ছে লাখ লাখ পোনা। আর এ কারণে প্রতিদিন অন্য মাছের প্রজনন নষ্ট হচ্ছে। যা দেশের অর্থনৈতিক ক্ষতি ছাড়াও সাগরে মৎস্য ভাণ্ডার শূন্য হওয়ার পথে।

জানা যায়, বাঁশখালী উপকূলে দু’ধরনের চিংড়ি পোনা পাওয়া যায়। লবণাক্ত পানিতে বাগদা চিংড়ি এবং মিষ্টি পানিতে গলদা চিংড়ি। বাঁশখালীর ছনুয়া, সরল, গণ্ডামারা, বাহারছড়া ও খানখানাবাদে পাওয়া যায় বাগদা চিংড়ির পোনা এবং পুকুরিয়া ও সাধনপুর এলাকায় শঙ্খ নদীতে পাওয়া যায় গলদা চিংড়ির পোনা।

ছনুয়া মনুমিয়াজী ঘাট এলাকায় চিংড়ি পোনা আহরণকারী ইলিয়াস বলেন, ‘চিংড়ি পোনা আহরণের জন্য ভরা জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়। একটা চিংড়ি পোনা ৪ থেকে ৫ টাকায় বিক্রি করি। এতে দৈনিক ১২শ টাকা থেকে ১৫শ টাকা পর্যন্ত আয় করে সংসারের বুঝা হালকা করছি।’

এদিকে সাগরে চিংড়ি পোনা আহরণ নিষিদ্ধ হলেও প্রচারণা, সচেতনতার অভাব ও আইন প্রয়োগ না থাকায় এসব তোয়াক্কা করছেন না উপকূলের লোকজন। এক শ্রেণির অসাধু মহাজন অসহায় লোকজন ও শিশুদের ব্যবহার করে অবাধে চিংড়ি পোনা আহরণ করে যাচ্ছে। উন্নতমানের হ্যাচারি না থাকায় বহু চিংড়ি পোনা মারা গেলেও উপজেলার উপকূলীয় এলাকা থেকে প্রতিদিন চিংড়ি পোনা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে।

অন্যদিকে পোনা সংগ্রহকারীরা তাদের পোনার ন্যায্যমূল্য পাচ্ছে না। মহাজনেরা পোনা মারা যাওয়ার অজুহাত দেখিয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত পোনা নিয়ে নিচ্ছে।

চিংড়ি পোনা ব্যবসায়ী আনছুর আলী জানান, বাঁশখালীতে হ্যাচারি না থাকায় সাগর থেকে সংগ্রহ করা কোটি কোটি চিংড়ি পোনা ডকে মজুত অবস্থায়ও মারা যায়। যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় বাঁশখালী থেকে পোনা মজুত করে ট্রাকের মাধ্যমে তা দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে গিয়েও ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হন। যদি চিংড়ি পোনার হ্যাচারি থাকতো তাহলে একটি পোনাও মারা যেত না। পোনা সংগ্রহকারী পেতেন ন্যায্যমূল্য।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান বলেন, ‘বৃষ্টির কারণে মে, জুন ও জুলাই মাসে সমুদ্রের পানি মিষ্টি হয়ে আসলে উপকূলরেখার কাছে অনেক ধরনের সামুদ্রিক মাছ ডিম পাড়ে। এর বাইরে সাগরে ছাড়া ডিমগুলোও ঢেউয়ের টানে ভেসে তীরে আসে। এই ডিমগুলো লার্ভা ও পোনাতে পরিণত হওয়া পর্যন্ত মূলত ম্যানগ্রোভ বন এবং উপকূলীয় অঞ্চলের উপকূলরেখার কাছে থাকে। এ অবস্থায় চিংড়ির পোনা ধরার জন্য মশারি জাল বসিয়ে অন্যান্য চিংড়ি ও মাছের পোনার পাশাপাশি জিও প্লাংটন এবং পোস্ট লার্ভা ধ্বংস করা হচ্ছে।’

এই বৈজ্ঞানিক কর্মকর্তার ভাষ্য, চিংড়ি পোনা ধরার এই প্রক্রিয়াটি আসলে জলজ জীববৈচিত্র্যকেই বিপন্ন কর তুলেছে।

বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, ‘উপকূলীয় এলাকায় চিংড়ি পোনা সংগ্রহ আপাতত বন্ধ রয়েছে। পোনা সংগ্রহ কালে বিভিন্ন প্রজাতির মৎস্য পোনা যাতে ধ্বংস না হয় সেজন্য আমরা সংগ্রহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছি। বাঁশখালী থেকে সংগৃহীত পোনার ন্যায্যমূল্য প্রাপ্তি ও সংরক্ষণের জন্য প্রশাসন সচেষ্ট রয়েছে।’

এদিকে সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ না হওয়ার কারণ হিসেবে মৎস অধিদপ্তরের নজরদারির অভাবকেও দায়ী করছেন অনেকে। তাদের বক্তব্য, বাংলাদেশ সরকার ২০০০ সালের সেপ্টেম্বরে মৎস্য সম্পদ রক্ষায় চিংড়ির পোনা সংগ্রহ বন্ধ করার জন্য একটি আদেশ জারি করেছিল। কিন্তু তা কাগজে-কলমেই রয়ে গেছে।

এসকে

শেয়ার