Top

কুমিল্লায় কাঁচা মরিচের দাম ৪০০ ছুঁইছুঁই

২৩ জুন, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ
কুমিল্লায় কাঁচা মরিচের দাম ৪০০ ছুঁইছুঁই
কুমিল্লা প্রতিনিধি :

দিন দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৃদ্ধি পাচ্ছে, ভোগান্তিতে সাধারণ ক্রেতাসহ নিম্ন আয়ের মানুষ। কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলায় কুরবানি ঈদের পর সবজির বাজারে চাহিদা অনুযায়ী কমছেনা নিত্যপণ্যের দাম।

কুমিল্লা নগরীসহ বিভিন্ন বাজারে সরজমিনে ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা, বড়বটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা, জিঙ্গা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা, লাউ (কদু) প্রতি পিস ৬০ টাকা, চালকুমড়া প্রতি পিস ৭০ টাকা, ধনে পাতা, শশার কাছেই যেন ভিড়তে পারছেন না সাধারণ ক্রেতা। মাছের কাছেই যেন ভিড়া অসম্ভব, প্রতিকেজি কার্প মাছের দাম ৩০০ থেকে ৩২০ টাকা বিক্রি হচ্ছে, তেলাপিয়া ২৫০ টাকা কেজি, সিলভার কার্প ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

কয়েকজন বিক্রেতা জানায় , ওনারা কুমিল্লার নিমশার বাজার থেকে বেশি দামে পাইকারি হারে সবজি ক্রয় করছে যার ফলশ্রুতিতে গাড়িভাড়া সহ লাভের জন্য বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তাই বিক্রেতারাও বেশি দামে ক্রয় করতে বাধ্য হচ্ছে।

সবজি ক্রেতা আবদুল জলিল বলেন, কাঁচা বাজারের যেই অবস্থা, পরিবার নিয়ে বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়েছে। তিনিসহ বিক্রেতাগন প্রশাসনের কাছে জোরদাবি জানান যে, পাইকারি বাজার মনিটরিং ও খুচরা বাজার মনিটরিং করা অতীব জরুরি।

এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, আমরা বন্ধের দিন অর্থাৎ শুক্র এবং শনিবারেও বাজার মনিটরিং এর জন্য অভিযান পরিচালনা করে থাকি। কিন্তু যারা খুচরা বিক্রেতা রয়েছেন তাদের দোকানে নেই কোন চার্ট লিস্ট। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এসকে

শেয়ার