Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

চট্টগ্রামে রাসেল’স ভাইপার ভেবে মারা হলো ৪ সাপ

২৩ জুন, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
চট্টগ্রামে রাসেল’স ভাইপার ভেবে মারা হলো ৪ সাপ
চট্টগ্রাম প্রতিনিধি :

রাসেলস ভাইপার আতঙ্কে মানুষ এখন যে কোনো সাপ দেখলেই পিটিয়ে মারছে। রবিবার (২৩ জুন) সকাল ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশের পাহাড়ি অঞ্চল ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা এলাকায় রাসেলস ভাইপার সন্দেহে পিটিয়ে মারা হল অন্য প্রজাতির ৪টি সাপ।

জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে ইউনিয়নের চিরিংঘাটা এলাকায় লোকালয়ে ২টি সাপ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়রা রাসেলস ভাইপার মনে করে আতঙ্কিত হয়ে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে সাপ ২টি।

পাশাপাশি একই প্রজাতির আরো ২টি সাপ দেখতে পেয়ে সে ২টিও পিটিয়ে মেরে ফেলে। এ সময় ওই প্রজাতির মা সাপটি তার আরো বেশ কয়েকটি সাপের বাচ্চা নিয়ে পালিয়ে যায়। মেরে ফেলা সাপ ২টি দাগি ঢোঁডা জাতীয় সাপ বলে জানান বনবিভাগের দোহাজারী রেঞ্জের রেঞ্জার মো. রেজাউল করিম।

স্থানীয় ইউপি সদস্য আশরাফ ভুইয়া জানান, সকাল ১১টার দিকে এলাকার লোকজন লোকালয়ে ২টি সাপ দেখতে পেয়ে আতংকিত হয়ে পড়ে। পরে রাসেলস ভাইপার সন্দেহে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে।

এ সময় একই প্রজাতির আরো ২টি সাপও মারা হয়। তিনি জানান, মূলত একটি মা সাপ তার বাচ্চাদের নিয়ে পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়ানোর সময় স্থানীয়রা দেখতে পেয়ে রাসেলস ভাইপার সন্দেহে মেরে ফেলেছে। এসময় মা সাপটি তার আরো কয়েকটি বাচ্চা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

বন বিভাগ দোহাজারী রেঞ্জের রেঞ্জার মো. রেজাউল করিম জানান, রাসেলস ভাইপার সন্দেহে যে সাপগুলো মারা হয়েছে আসলে সাপগুলোর নাম বাফ ডোরাকাটা কিলব্যাক (দাগি ঢোঁডা)। এগুলো বিষহীন কলুব্রিড সাপের প্রজাতি। এশিয়া জুড়ে সাপগুলো পাওয়া যায়।

এটি জলের সাপ এবং ঘাসের সাপের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তিনি বলেন, সাপ দেখলেই যে মেরে ফেলতে হবে এরকম না। এধরনের সাপগুলো আমাদের সম্পদ। এগুলো রক্ষা করতে হবে। আমরা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছি। তিনি বলেন, যে কোন ধরনের সাপে কাটলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে।

এসকে

শেয়ার