চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্থায়ীভাবে ট্রেন চালু করা না হলে আগামী ২৫ জুন থেকে ওই রুটে ট্রেন চলাচল একেবারে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম ও কক্সবাজারের সচেতন নাগরিক সমাজ।
রবিবার (২৩ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালু করা ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন। এই রেলপথ তৈরির জন্য চট্টগ্রামের মানুষ তাদের বসতভিটা, চাষের জমি সব দিয়েছে। এ অবস্থায় ঢাকার যাত্রীরা ট্রেনে কক্সবাজার যেতে পারলেও চট্টগ্রামের মানুষ পারবে না, এটা মেনে নেওয়া যায় না। তাই বর্তমানে স্পেশাল ট্রেন হিসেবে চালু থাকা ট্রেনকেই নিয়মিত করতে হবে।
এই দাবিতে সোমবার (২৪ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএমসহ সংশ্লিষ্টদের স্মারকলিপি দেওয়া হবে। এরপরও যদি স্পেশাল ট্রেন স্থায়ীভাবে চালুর বিষয়টি সিদ্ধান্ত না হয় তাহলে ২৫ জুন থেকে ঢাকা-কক্সবাজার রুটেও ট্রেন চলাচল করতে পারবে না।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন, আমরাই প্রথম চট্টগ্রাম থেকে ট্রেনে করে কক্সবাজার গিয়েছিলাম। আমরা চাই এই যাত্রা যেন বন্ধ না হয়। ঢাকা থেকে চট্টগ্রামে যদি দুটি ট্রেন কক্সবাজারে চলাচল করতে পারে, তাহলে চট্টগ্রাম থেকে একটি ট্রেন কেন চালানো যাবে না? চট্টগ্রামের দাবি অগ্রাধিকার পাবে, এ রেললাইনটি জনগণের স্বার্থেই তৈরি করা হয়েছে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ফরিদ বলেন, রেলপথ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ, আগামী ২৫ তারিখ চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি স্থগিত করে ট্রেন চালু রাখতে হবে। অন্যথায় চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষ রেলপথ বন্ধসহ আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, ‘চট্টগ্রামের মানুষ তাদের ভিটে মাটির ওপর দিয়ে অন্যদের প্রমোদ ভ্রমণ দেখবে না। প্রয়োজনে মুক্তিযোদ্ধারাও মাঠে নামবে।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, কক্সবাজার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, পরিবেশবিদ ইদ্রিস আলীসহ বিশিষ্টজনরা।
এসকে