Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল যুবকের

২৪ জুন, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ
খাগড়াছড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল যুবকের
খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পর্যটক নিহত ও আরেকজন আহত হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি সড়কের খাগড়াছড়ি সদরের গুগড়াছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তানভীর হাসান। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। নিহত আয়ুব মনছুর (২৪) বাড়ি ফেনীর লস্করহাটে। আহত ব্যক্তি নাঈম হোসেন (২৫) ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা।

জানা যায়, সাজেক পর্যটন কেন্দ্র থেকে ঘুরে খাগড়াছড়ি হয়ে মোটরসাইকেলে রাঙ্গামাটি যাচ্ছিল আয়ুব ও নাঈম। রাঙ্গামাটি সড়কের গুগড়াছড়ি এলাকায় চাঁদের গাড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে । নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় তারা। এই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে
চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত যুবক কোরাআনে হাফেজ ও ফেনীতে একটি মসজিদে দায়িত্বরত বলে জানা গেছে।

এসকে

শেয়ার