Top
সর্বশেষ

উত্তরার ডিসি হলেন আশরাফুল আজীম

২৪ জুন, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
উত্তরার ডিসি হলেন আশরাফুল আজীম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কাজী আশরাফুল আজীমকে পদায়ন করা হয়েছে। সোমবার (২৪ জুন) ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক অফিস আদেশে এই পদায়ন করা হয়।

এতে বলা হয়, ডিএমপির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী আশরাফুল আজীমকে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

কাজী আশরাফুল আজীম ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ পুলিশে যোগ দেন।

২০১৮ সালের ৭ জুন শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পান তিনি। পরে তাকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ জারি হলেও পরে তা বাতিল করে নরসিংদী জেলায় বদলি করা হয়।

২০২১ সালে ২১ জানুয়ারি নরসিংদীতে কর্মস্থলে যোগ দেন কাজী আশরাফুল আজীম। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা রেঞ্জ থেকে শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ জেলা হিসেবে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুলকে পুরস্কৃত করে বাংলাদেশ পুলিশ।

কাজী আশরাফুল আজীমের জন্ম ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। তার বাবা কাজী আশরাফুল আজম উপজেলা পৌর মেয়র।

বিএইচ

শেয়ার