Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, অভিযানে আটক-১৫

২৬ জুন, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, অভিযানে আটক-১৫
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট বাজারে পুলিশের ওপর হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত এক আসামি ছিনিয়ে নিয়ে গেছে আসামির স্বজন ও সহযোগীরা। এসময় সন্ত্রাসীদের হামলায় পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।

সন্ত্রাসীদের হামলায় আহত সুধারাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রবকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে ওই ঘটনা ঘটে। পরে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে হামলার ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

জানা যায়, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি মো. মতিনকে (৩৫) সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে দুপুর সাড়ে বারোটার দিকে গ্রেপ্তার করে সুধারাম থানার এএসআই আবদুর রব। আসামি মতিন আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক বকসির ছেলে। তাঁকে গ্রেপ্তারের খবরে মুহুর্তের মধ্যে আজিজুল হকের অন্য ছেলেরা এবং তাদের সহযোগীরা একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা এ সময় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে যায়।

পুলিশ সূত্র জানায়, এ ঘটনার পর আহত পুলিশ কর্মকর্তা মুঠোফোনে ঘটনাটি থানায় জানালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) মো. ইব্রাহিম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহিন বিল্লাহর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশ এ সময় হামলার ঘটনায় জড়িত ১৫ জনকে আটক করে। তবে ছিনিয়ে নেওয়া আসামি মতিনকে আটক করতে পারেনি পুলিশ। পরবর্তীতে বিকেলে সাবেক চেয়ারম্যান আজিজুল হক বকসিকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত বলেন, মঙ্গলবার দুপুরে একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামিকে গ্রেপ্তার করেন এএসআই আবদুর রব। এ সময় আসামির পরিবারের সদস্য ও সহযোগীরা হামলা চালিয়ে ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যান। পরবর্তীতে তিনিসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারো জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসকে

শেয়ার