Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

ফেনীতে বিচারের দাবিতে ছেলে হারানো মায়ের আহাজারি

২৬ জুন, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
ফেনীতে বিচারের দাবিতে ছেলে হারানো মায়ের আহাজারি
ফেনী প্রতিনিধি :

নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক সংহতি দিবসে ফেনীতে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে ফেনী রিপোটার্স ইউনিটির সভাকক্ষে মতবিনিময় সভায় বিচারের দাবিতে ছেলে হারানো মায়ের আহাজারিতে ভারি হয়ে উঠে সভাস্থল।

হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, ফেনী’র আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম।

হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক, ফেনী’র কোঅর্ডিনেটর সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মুল প্রবন্ধ পাঠ করেন মানবাধিকার কর্মী আবদুস সালাম ফরায়জী।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের স্বীকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা। বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান দারা।

বক্তব্য রাখেন দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি শফি উল্যাহ রিপন, গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, শিক্ষক এম ডি মোশারফ, মানবাধিকার সংগঠক ইউসুফ আহমেদ নিশাদ, শেখ আশিকুন্নবী সজিব।

মানববন্ধনে গুম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে হারালে তিনি অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতেন। কিন্তু আমার মত অভাগা মা গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ১০ বছরও মেলেনি বিচার।

১০ বছর আগে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলেও মামলা নেয়নি থানা। আজও হসিদ পায়নি ছেলের।’ ছেলেকে ফেরত দেওয়াসহ রিপনের মত আর কোন ব্যাক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবিও জানান মা রৌশন আরা।

নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক সংহতি দিবসের মুল প্রবন্ধে জানানো হয়, ১৯৯৮ সালের ৫ অক্টোবর বাংলাদেশ জাতিসংঘ প্রণীত নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষর করেছে এবং এই কনভেনশন অনুমোদনকারী প্রতিটি রাষ্ট্রপক্ষ তাদের জাতীয় আইনে নির্যাতনকে একটি শ্বাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে সম্মত হয়েছে।

এই অনুযায়ী ২০১৩ সালের ২৪ অক্টোবর ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল ২০১৩’ জাতীয় সংসদে গৃহীত হয়। কিন্তু তারপরও আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেই চলছে।

মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্ক নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, কনভেনশন এগনইষ্ট টর্চার এর অপশনাল প্রোটকল অনুমোদন এবং ২০১৩ সালের গৃহীত নির্যাতন বিরোধী আইনের পূর্ন বাস্তবায়নের দাবি জানাচ্ছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিউজ২৪’র জেলা প্রতিনিধি নজির আহমেদ রতন, দেশ টিভির ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, দৈনিক জনতা’র জেলা প্রতিনিধি মফিজুর রহমান, ফেনীর গৌরব’র নির্বাহী সম্পাদক মিজানুর রহমান, দৈনিক ভোরের ডাক’র ফেনী প্রতিনিধি মোল্লা ইলিয়াস, মানবাধিকার সংগঠক আমিনুল ইসলাম শাহীন, বাংলাদেশ ফটোজানালিষ্ট এসোসিয়েসন ফেনী শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল বুলবুলসহ সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা ।

এসকে

শেয়ার