চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফিকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (৮ জুলাই) হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করেছেন রাফি। রাফি বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তিনি বলেন, গত রোববার রাত ১০টা ২৫ মিনিটে আমার বাবার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। ফোন রিসিভ করলে বলা হয়, আপনার ছেলেকে আন্দোলন থেকে সরে দাঁড়াতে বলেন। না হলে আপনার ছেলের লাশ যাবে বাড়িতে।
রাফি আরও বলেন, যে নম্বর থেকে কল করা হয়েছিল সেটি নিয়ে আমি আমার সাধ্যমতো খোঁজ নেয়ার চেষ্টা করেছি। জানতে পেরেছি, ওই মোবাইল নম্বর আমার বিভাগের সিনিয়র ২০১৯-২০ সেশনের হৃদয় আহমেদ রিজভীর। তার বাড়ি নরসিংদী জেলায়। আমি এখন ক্যাম্পাসে ও বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রক্টর বরাবরও অভিযোগ দিয়েছি।
বিএইচ