Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

চবির কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ককে হত্যার হুমকি

০৯ জুলাই, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ
চবির কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ককে হত্যার হুমকি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী খান তালাত মাহমুদ রাফিকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (৮ জুলাই) হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করেছেন রাফি। রাফি বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি বলেন, গত রোববার রাত ১০টা ২৫ মিনিটে আমার বাবার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। ফোন রিসিভ করলে বলা হয়, আপনার ছেলেকে আন্দোলন থেকে সরে দাঁড়াতে বলেন। না হলে আপনার ছেলের লাশ যাবে বাড়িতে।

রাফি আরও বলেন, যে নম্বর থেকে কল করা হয়েছিল সেটি নিয়ে আমি আমার সাধ্যমতো খোঁজ নেয়ার চেষ্টা করেছি। জানতে পেরেছি, ওই মোবাইল নম্বর আমার বিভাগের সিনিয়র ২০১৯-২০ সেশনের হৃদয় আহমেদ রিজভীর। তার বাড়ি নরসিংদী জেলায়। আমি এখন ক্যাম্পাসে ও বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রক্টর বরাবরও অভিযোগ দিয়েছি।

বিএইচ

শেয়ার