Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

রায়পুরে রাস্তা সংস্কারের ২ মাস না যেতেই ভাঙন

০৯ জুলাই, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ
রায়পুরে রাস্তা সংস্কারের ২ মাস না যেতেই ভাঙন
লক্ষ্মীপুর প্রতিনিধি :

রায়পুর পৌরবাসীর ভোগান্তি লাঘব করতে প্রায় ৭০০ মিটার রাস্তা সংস্কারের কাজ করা হয়েছে। কিন্তু ২মাস না যেতেই রাস্তাটিতে দেখা দিয়েছে ভাঙন। এমনচিত্র দেখা গেছে লক্ষ্মীপুরের রায়পুর পৌর ১নং ওয়ার্ডের গাজীনগর রাস্তা থেকে ঢালিনগর রাস্তা পর্যন্ত প্রায় ৭০০ মিটার রাস্তায়। ফলে স্থানীয়রা প্রশ্ন তুলছেন প্রায় ৪৪ লাখ টাকায় বাস্তবায়ন করা এ রাস্তার কাজ নিয়ে।

জানা যায়, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নের রাস্তাটির কাজ করেন স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান বাবুল এন্টারপ্রাইজ। গত ২মাস আগে রাস্তাটির কাজ শেষ হয়। কিন্তু ২ মাস না যেতেই এরই মধ্যে কার্পেটিংয়ের পাথর উঠে যাচ্ছে। যানবাহনের চাকার চাপে সড়ক থেকে পাথর আলাদা হয়ে সড়কের দুই পাশে গর্ত হয়ে গেছে। সড়ক আগের চেহারা ফিরে যাচ্ছে।

পথচারী আরিফ বলেন, খোয়া বিছানো, কার্পেটিংয়ের আগে পরিষ্কার করা ও রোলার করার কাজ ঠিকমতো করা হয়নি। যে বিটুমিন ব্যবহার করা হয়েছে, তা নিম্নমানের। যার কারণে এতো অল্প সময়ে রাস্তা নষ্ট হয়ে গেছে।

এ বিষয়ে বাবুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাবুল পাঠান জানান, রাস্তায় কাজ করার দিন বৃষ্টি ছিল। এছাড়া রাস্তার দুপাশে ২ ফুট বাড়ানো হলেও কাজ অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়নি। যে সমস্যা হয়েছে তা ঠিক করে দেওয়া হবে।

রায়পুর পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার মো: কামরুল হাসান বলেন, বর্ষার মৌসুমে অতিরিক্ত বৃষ্টি হওয়া ও ড্রেনের ব্যবস্থা না থাকায় পানি জমে রাস্তা নষ্ট হয়ে গিয়েছে। আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, তারা অতি দ্রুত রাস্তা ঠিক করে দিবে।

রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, বিষয়টি একাধিক ব্যক্তি ও পৌর ১ ওয়ার্ডের কাউন্সিলর থেকে জানতে পেরেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আলাপ করে অচিরেই এর সমাধান দেওয়া হবে।

এএন

শেয়ার