Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার

১২ জুলাই, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে সুপারি বাগান থেকে মিনু বেগম (৪০) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধা বাড়ির নির্জন একটি সুপারি বাগান থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মিনু বেগম নন্দনপুর গ্রামের রমিজ উদ্দিন বাড়ির মমিন ড্রাইভারের স্ত্রী ও ২ সন্তানের জননী। স্বামী মমিন ড্রাইভার ঢাকায় একটি কোম্পানি গাড়ি চালানোর কাজে কর্মরত আছেন।

মিনুর জাল রেজিয়া বেগম ও বাড়ির লোকজন জানায়, মিনু বৃহস্পতিবার দুপুরে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ির পাশের মৃধা বাড়ির একটি সুপারি বাগানে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সন্ধ্যায় বাড়ির লোকজন পার্শ্ববর্তী ওই বাগানে গলাকাটা মৃতদেহটি দেখতে পান৷ পরে পুলিশকে খবর দিলে পুলিশ রাত সাড়ে ৯ টার দিকে মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানায়, সে বাগানে মৃতদেহটি পাওয়া গেছে, সেটি একটি নির্জন বাগান। ওই বাগানে মাদকসেবী এবং জুয়াড়িদের আড্ডা বসে। তাদের হাতেই গৃহবধূ মিনু খুন হয়েছে বলে ধারণা তাদের।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হাসান মোস্তাফা স্বপন, সদর সার্কেল সোহেল রানা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুদ্দিন আনোয়ার।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, খবর পেয়েই মৃতদেহ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে আসি। তাকে হত্যা করা হয়েছে। তার হাত, গলাসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। আশাকরি দ্রুত হত্যাকাণ্ডের ক্লু উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

এএন

শেয়ার