গাজীপুর মহানগরীর কোনাবাড়ী (পল্লী বিদ্যুৎ) এলাকায় নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে স্বাধীন গার্মেন্টসের শ্রমিকরা (কোনাবাড়ী-জরুন) আঞ্চলিক সড়ক দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় সড়কের উভয় পাশে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টা ওই কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে আজ বিকেলে কর্তৃপক্ষ তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দেয়। এরপর শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে দুপুর সোয়া একটার পর যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ জানায়, প্রতি মাসের ৮ম কর্ম দিবসে শ্রমিকদের পূর্ববর্তী মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ বেতন দেয়নি। বিভিন্ন সময় শ্রমিকদেরকে ওই মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কর্তৃপক্ষ তাদের কথা রাখেনি। সকাল থেকেই শ্রমিকরা কারখানা অভ্যন্তরে কাজ বন্ধ করে বসে থাকে। পরে বেলা ১১ টার দিকে কোনাবাড়ী-জরুন আঞ্চলিক সড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় সড়কে বেঞ্চ ফেলে অবস্থান নেয় শ্রমিকেরা। এ সময় ওই সড়কে চলাচলকারী যানবাহন, যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পডড়েন।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, ডিসেম্বর মাস শেষ হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ তাদেরকে নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে এখনো পরিশোথ করেনি। বিভিন্ন সময় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তাদের কথা রাখেননি।
স্বাধীন গার্মেন্টসের মহা-ব্যবস্থাপক (জিএম) সেলিম জানান, গত নভেম্বর মাসের বেতন পাবে শ্রমিকরা। বিভিন্ন সমস্যার কারণে কর্তৃপক্ষের ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক সময়ে বেতন দেওয়া সম্ভব হয়নি। আমরা বারবার চেষ্টা করেছি শ্রমিকদের বেতন পরিশোধ করার। আজ সকালে শ্রমিকরা কাজ বন্ধ করে বসে থাকে। শ্রমিকদের বলা হয়েছে আজকে বিকেল ৪ টার মধ্যে তাদের বেতন দেওয়া হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২ (কোনাবাড়ী) জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব জানান, গেল নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল থেকে কারখানা অভ্যন্তরে কাজ বন্ধ করে বসে থাকে। এক পর্যায়ে বেলা ১১ টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক অবরোধ করে। পরে কর্তৃপক্ষ আজ বিকেলের মধ্যে বেতন দিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এনজে