Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

কবি নজরুল কলেজ ছাত্রদলে চাঁদপুর জেলার ৮ জন

২৪ জানুয়ারি, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
কবি নজরুল কলেজ ছাত্রদলে চাঁদপুর জেলার ৮ জন
এ এইচ সবুজ, ক্যাম্পাস প্রতিনিধি :

সম্প্রতি কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি বর্ধিত করা হয়েছে। বর্ধিত কমিটিতে চাঁদপুর জেলা থেকে ৮ জন ছাত্রনেতা স্থান পেয়েছেন।

বর্ধিত এই কমিটিতে যুগ্ম আহবায়ক হয়েছে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো: জাকির হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুরুল আমিন, হিসাব বিজ্ঞান বিভাগের মো: রবিউল হাসান, ইতিহাস বিভাগের মো: আরমান হোসেন। এছাড়া আহবায়ক কমিটির সদস্য হয়েছে দর্শন বিভাগের নুরুজ্জামান বাপ্পি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শাহাদাত হোসেন সাহান, আরবি বিভাগের মো: মাজহারুল ও উচ্চ মাধ্যমিকের আলআমিন হোসেন।

এর মধ্যে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মো: জাকির হাসান ও মো: আরমান হোসেন।কচুয়া থানার নুরুল আমিন, মতলব উত্তর থানার মো: রবিউল হাসান ও নুরুজ্জামান বাপ্পি, হাইমচর থানার শাহাদাত হোসেন সাহান, হাজীগঞ্জ থানার মো: মাজহারুল ও শাহরাস্তি থানার আলআমিন হোসেন।

বর্তমান ক্যাম্পাসের সার্বিক পরিবেশ নিয়ে জানতে চাইলে যুগ্ম আহবায়ক মো: আরমান হোসেন বলেন, ৫ই আগস্ট পরবর্তী প্রতিটি ক্যাম্পাস এখন ছাত্র- ছাত্রীরা নিজেদের স্বাভাবিক কার্যক্রম স্বাধীনভাবে করতে পারছে যা বিগত দিনে কল্পনাও করা যেতো না। আমরা নবগঠিত ছাত্রদলের পক্ষে বলিষ্ঠভাবে বলতে চাই এই ক্যাম্পাসে আর কোন অন্যায় কাজ কারো দ্বারা করতে দেওয়া হবে না, ক্যাম্পাসের কল্যাণে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের সকল দাবিদাওয়া আদায়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। আমি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আমার জন্মস্থান চাঁদপুর থেকে আগত সকল শিক্ষার্থীদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

আহবায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন সাহান বলেন, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কবি নজরুল সরকারি কলেজ শাখার নব-গঠিত আহবায়ক কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করায় প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান কে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও বিপ্লবী সাধারণ-সম্পাদক নাসির উদ্দীন নাসির এর প্রতি।

আমি বলতে চাই আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে সবাই তার মতামত প্রকাশ করতে পারবে ,আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের বাংলাদেশ মেধার ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালনা হবে। যেখানে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে ছাত্র সমাজ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কারণ ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী এই ১৬ বছরে মামলা হামলা সহ সকল প্রতিকূল অবস্থায় নিজেদের সক্ষামতার প্রমাণ দিয়েছে। ক্যাম্পাস হবে সকল ছাত্র-ছাত্রীদের যেখানে কোন বৈষম্য থাকবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যেই নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ। ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ব্যাতিত সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন গণতন্ত্রীক মতবাদ প্রকাশ করতে পারবে এবং সাধরন শিক্ষার্থীদের সকল যুক্তিক দাবি/আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থাকবে ইনশাআল্লাহ।

সর্বোপরি বলতে চাই ঢাকার রাজপথে আমাদের বেড়েওঠা/পদচারণ হলেও দিন শেষে আমরা ইলিশের বাড়ি তথা চাঁদপুরের পরিচয় বহন করি তাই চাঁদপুর থেকে আগত সকল শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে বিপদে আপদে সার্বিক ভাবে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবো ইনশাআল্লাহ।

এম জি

শেয়ার